WEST BENGAL PRIMARY TEACHER ELIGIBILITY TEST (TET) FOR CLASSES I – IV, IS CONDUCTED BY WEST BENGAL BOARD OF PRIMARY EDUCATION

FINAL RESULT

আজ 31/01/2017) প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের চুড়ান্ত ফল প্রকাশিত হতে চলেছে।  প্রাথমিক স্কুলগুলোতে শূন্যপদের সংখ্যা ৪২ হাজার ৯০৯।  চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সফল প্রর্থীরা কাউনসেলিং এর মাধ্যমে পছন্দের স্কুল চয়েস করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটগুলির [www.wbbpe.org ও http://wbresults.nic.in] দিকে নজর রাখুন। SMS এর মাধ্যমে ও রেজাল্ট জানা যাবে। প্রথম লিস্টে ১২০০০ প্রার্থীকে SMS ও email এ জানিয়ে দেওয়া হচ্ছে। কাউনসেলিং 02/02/2017 থেকে শুরু হচ্ছে। প্রশিক্ষিতদের প্রথমে নিয়োগ করা হবে। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের নিয়ম বিধি মেনে প্রশিক্ষিত সফল প্রার্থীদেরই আগে সুযোগ দেওয়া হয়েছে ৷ ১১ হাজার ৩০০ প্রশিক্ষিত প্রার্থীর প্যানেল তৈরির পর বাকি শূন্য পদে যোগ্যতা অনুযায়ী অপ্রশিক্ষিত প্রার্থীরা সুযোগ পেয়েছেন ৷
BEST OF LUCK
RESULTS LINK http://wbresults.nic.in/

No comments:

Post a Comment